সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্রকার বানি-এতেমাদ

পোস্ট হয়েছে: নভেম্বর ৫, ২০১৭ 

news-image

ইরানের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাখশান বানি-ইতেমাদ চলচ্চিত্রে জীবনব্যাপী অবদান রাখার জন্য পাচ্ছেন আজীবন সম্মাননা। তুরস্কে অনুষ্ঠিতব্য সপ্তম মালাতিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রখ্যাত এই নারী চলচ্চিত্রকারের কর্মের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেবে।

গতকাল শুক্রবার উৎসবের আয়োজকেরা এই ঘোষণা দিয়েছেন। এতে বলা হয়, আগামী ১৬ নভেম্বর মালাতিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বানি-এতেমাদকে আজীবন সম্মাননা দেওয়া হবে।

উৎসবে ১৫ নভেম্বর ১৯৯৫ সালে বানি-এতেমাদ নির্মিত প্রশংসিত ড্রামা ‘দ্য ব্লু-ভেইলড’ দেখানো হবে। এরপর একটি পর্যালোচনা অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

প্রখ্যাত ইরানি অভিনেত্রী ফাতেমেহ মোতামেদ-আরিয়া চলচ্চিত্র উৎসবের বিচারক তথা জুরি বোর্ডের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, যিনি ‘দ্য ব্লু-ভেইলড’ এর একজন তারকাও বটে। উৎসবের পর্দা উঠবে আগামী ৯ নভেম্বর।

এছাড়া তুর্কি এই চলচ্চিত্র উৎসবের মূল প্রতিদ্বন্দ্বিতা বিভাগে ইরানের মোহসেন কারায়ি পরিচালিত ‘দ্য ব্লকেইজ’ ও রোকিয়েহ তাবাক্কোলির ‘মাদারিং’ ছবি দেখানো হবে।

সূত্র: তেহরান টাইমস।