মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আগামী বছর ৩ লাখ কর্মসংস্থান তৈরি করবে ইরানের দাতব্য সংস্থা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২১ 

news-image

ইরানে ইমামের আদেশ কার্যকর বিষয়ক সদর দফতরের অধিভুক্ত দাতব্য প্রতিষ্ঠানবারেকাত চ্যারিটি ফাউন্ডেশন আগামী ইরানি ক্যালেন্ডার বছরে (২১ মার্চ ২০২২ থেকে ২০ মার্চ ২০২৩) গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত এলাকায় বসবাসকারীদের জন্য ৩ লাখ কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করছে।ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ তোরকামানেহ বলেছেন, ২ লাখ কমিউনিটি-ভিত্তিক কর্মসংস্থান প্রকল্প চালুর মাধ্যমে এসব কর্মসংস্থান তৈরি হবে। মেহর নিউজ এজেন্সি রবিবার এই খবর দিয়েছে।তিনি ব্যাখ্যা করে বলেন, আগামী বছর ফাউন্ডেশনের কর্মসংস্থান কার্যক্রমের আওতায় ২০ হাজার গ্রাম আসবে, যা দেশের গ্রামের ৫০ শতাংশের সমান। ৩০ হাজারের কম জনসংখ্যার ছোট শহরগুলোকেও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান।তোরকামানেহ বলেন, “এখন পর্যন্ত দেশের ৩১টি প্রদেশের ১০ হাজার গ্রাম এবং ৫৫০টি শহরের সুবিধাবঞ্চিত এলাকায় ৪ লাখ ৮০ হাজার জনের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সহ ১ লাখ ৬০ হাজার কর্মসংস্থান প্রকল্প চালু করা হয়েছে। ফাউন্ডেশন চলতি বছরের জন্য ৮০ হাজারটি কর্মসংস্থান প্রকল্প চালু করছে, যার ফলে দেশের বঞ্চিত ও গ্রামীণ এলাকায় ২ লাখ ৪০ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। যা এই বছরের শেষ নাগাদ সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। সূত্র: তেহরান টাইমস।