মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীদের ৮ মেডেল

পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০২০ 

news-image

ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স (আইওএএ) এ আটটি রঙিন মেডেল জিতেছে ইরানি শিক্ষার্থীরা। ন্যাশনাল অরগানাইজেশন ফর ডেভেলপমেন্ট অব এক্সসেপশনাল ট্যালেন্টস এই তথ্য জানায়।

আইওএএ এর এবারের পর্বের আয়োজন করে স্লো্ভাকিয়া। করোনা ভাইরাস মহামারির কারণে এবছর ভারচুয়ালি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইরানি শিক্ষার্থীরা দুটি স্বর্ণ, দুটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়া দুটি সম্মানজনক ডিপলোমা লাভ করে দেশটির শিক্ষার্থীরা। এ নিয়ে বিশ্বে পঞ্চম অবস্থান দখল করে তারা।

স্বর্ণজয়ী ইরানি দুই শিক্ষার্থী হলেন- কাসরা হাজিয়ান ও পারশান জাভানরুদ। রোপা জিতেছে আলি রাজ কান্দি ও মতিন মোহাম্মাদি সারাই। আর ব্রোঞ্জ পদক লাভ করে আমির হোসাইন হাজী মোহাম্মদ রেজায়ে, ফাতেমেহ আলী মুরাদী, হোসেইন মোহাম্মদী, এবং মোহাম্মদ মেহেদী ওয়াহেদী। সূত্র: তেহরান টাইমস।