বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

অ্যাথেন্স ম্যারাথন উৎসবে লড়বে ইরানের আট ছবি

পোস্ট হয়েছে: জুন ৯, ২০২০ 

news-image

অ্যাথেন্স ম্যারাথন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরানের আটটি চলচ্চিত্র। গ্রিসের অ্যাথেন্স শহরে ১২ থেকে ২১ জুন অনলাইনে উৎসবের এবারের পর্ব অনুষ্ঠিত হবে। আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন।

অ্যাথেন্স উৎসবে লড়তে যাওয়া অন্যতম ইরানি ছবি ‘ওয়েটলেসনেস’ এর গল্প এগিয়ে গেছে এক বরকে নিয়ে। সে জাঁকজমকপূর্ণ বিয়ে অনুষ্ঠানের পরের দিন নিখোঁজ হয়ে যায়। বিয়েতে বরের মা, বোন ও প্রেমিকা বিনা আমন্ত্রণে যোগ দেয়। একারণে তাদেরকে বর নিখোঁজ হওয়ার পেছনে সন্দেহ করেন কনে।

‘ওয়েটলেসনেস’ গত মার্চে পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত তৃতীয় ইনসোলিটো ইন্টারন্যাশনাল হরোর অ্যান্ড ফ্যান্টাসি ফিল্ম ফেস্টিভালে সেরা ছবির মুকুট লাভ করে।  
উৎসবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত অন্য ইরানি চলচ্চিত্রগুলো হলো- আরশিয়া জেইনালির ‘ক্রুশার’, মির আব্বাসি খোসরাভিনেজাদের ‘আজাদেহ’, আলি হাদ্দাদির ‘গেম’, সাইদ রেজায়ির ‘হেয়ারিং’ ও জাভাদ দারায়ির ‘লিমিট’। সূত্র: তেহরান টাইমস।