মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

অলিম্পিক কোয়ালিফাইং’এ রানার আপ ইরানের নৌকা চালক মাশা জাভার

পোস্ট হয়েছে: এপ্রিল ২৮, ২০১৬ 

news-image

ইরানের নৌকা চালক মাশা জাভার এশিয়ান ও ওশেনিয়া অলিম্পিক কোয়ালিফিকেশনে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মাশা এর আগেও রিও অলিম্পিক কোয়ালিফাইংএ স্থান  করে নেন। দুই হাজার মিটার মহিলা সিঙ্গেলসে নৌকা চালনায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। আর সময় নেন ৮মিনিট ৫ সেকেন্ডের কিছু বেশি। মাশা নবম মহিলা নৌকা চালক হিসেবে রিও অলিম্পিকে অংশ নিচ্ছেন। একই ইভেন্টে চীনা তাইপের ইয়াই তিং হুয়াং প্রথম স্থান নেন। সূত্র: তেহরান টাইমস