মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

অর্থনীতি অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীদের ৪ পদক

পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০২৫ 

news-image

আজারবাইজানের বাকুতে ২০ থেকে ২৯ জুলাই অনুষ্ঠিত অষ্টম আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে (আইইও ২০২৫) দুটি রৌপ্য পদক এবং দুটি ব্রোঞ্জ পদক জিতেছে ইরান।

অর্থনীতি এবং অর্থায়নের ক্ষেত্রে বিশ্বজুড়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আইইও এর লক্ষ্য অর্থনীতি, ব্যবসা এবং অর্থায়নে আগ্রহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল সমস্যা সমাধানের দক্ষতা উদ্দীপিত করা এবং বিশ্বব্যাপী স্কুল পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতিতে জ্ঞান এবং সর্বোত্তম অনুশীলনের বিনিময়কে সহজতর করে শিক্ষা ব্যবস্থা উন্নত করা।

এবছর ৬৮টি দেশ আইইও’তে অংশ নেয়। ইরানের মোহসেন পায়ন্দে-পেমান এবং আবুলফাজল মোদির-রুস্তা রৌপ্য পদক জিতেছে। অন্যদিকে, পারসা সেদাকাত এবং আলীরেজা আহমাদি ব্রোঞ্জ পদক জিতেছে। খবর ইরনার

ইরানি শিক্ষার্থীদের সাম্প্রতিক সাফল্য

৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও ২০২৫) চার ইরানি শিক্ষার্থী তিনটি স্বর্ণপদক এবং একটি রৌপ্য পদক জিতেছে। মোট ৪টি পদক নিয়ে ৮১টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে দেশটির শিক্ষার্থীরা। গত বছর ২০২৪ সালে ফারসি স্কোয়াড প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিল।

সংবাদ মাধ্যম প্যানা জানিয়েছে, ১৯ থেকে ২৭ জুলাই ফিলিপাইনের কুইজন সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইরানের সিয়াভাশ পেজেশপুর, আলী সোলেইমানজাদে কালাহরুদি এবং আলী-আকবর নুরুল্লাহি স্বর্ণপদক জিতেছেন।অন্যদিকে, রাদিন বায়ানি রৌপ্য পদক জিতেছে।

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্বের শীর্ষস্থানীয় জীববিজ্ঞান প্রতিযোগিতায় এই বছর ৮১টি দেশ ও অঞ্চল থেকে ৮১টি প্রতিনিধি দল (৩টি পর্যবেক্ষক প্রতিনিধিদল সহ) এবং মোট ২৯৮ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগীরা জীববিজ্ঞানের ক্ষেত্রে ধারাবাহিক তাত্ত্বিক এবং ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়।

প্যানা জানিয়েছে, ৫৫তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াডে (আইপিএইচও) পাঁচজন ইরানি শিক্ষার্থী রৌপ্য পদক জিতেছে। তারা বিশ্বব্যাপী ১১তম স্থান অর্জন করে।১৮ থেকে ২৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত আইপিএইচও ২০২৫-এ ৯০টিরও বেশি দেশের ৪৪০ জন প্রার্থী অংশ নেয়।

আইআরআইবি জানিয়েছে, মোহাম্মদ-হাসান সাদেকিনেজাদ সিমাকি, আর্য জারাবি, ইলিয়া কাশাই, মোহাম্মদ-হাসান গোলাবদার এবং মিলাদ মোহাম্মদী রৌপ্য পদক জিতেছে।

১০-২০ জুলাই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও ২০২৫) ইরান দুটি স্বর্ণপদক, তিনটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছে। অস্ট্রেলিয়ান ম্যাথস ট্রাস্ট আয়োজিত এই ইভেন্টে ১১২টি দেশের ৬০০ জনেরও বেশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করে।

২০ জুন থেকে ১২ জুলাই চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক গণিত গ্রীষ্মকালীন ক্যাম্পে (আইএমএসসি) ইরানি দল দ্বিতীয় স্থান অর্জন করে।

আইআরআইবি জানিয়েছে, বারদিয়া খোশ-ইকবাল স্বর্ণপদক, মেহেদি আকাজানলু, পারসা তাজাল্লাই, মোহাম্মদ-রেজা আত্তারানজাদে ও মোহাম্মদ-সাজাদ মেমারি রৌপ্য পদক এবং আমির-হোসেইন জারি ব্রোঞ্জ পদক জিতেছে। সূত্র: তেহরান টাইমস