শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

৩২ দেশের নাগরিকদের জন্য ভিসা তুলে নিলো ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৩ 

news-image

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী ইজ্জাতোল্লা জারঘামি বলেছেন, ইরানের মন্ত্রিসভা ৩২টি দেশের জন্য একতরফাভাবে ভিসা পদ্ধতি তুলে নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। ফলে এসব দেশের নাগরিক ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন।

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় জারঘামি বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প মন্ত্রণালয় ৩২টি দেশের জন্য ভিসার প্রয়োজনীয়তা তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে এবং ইরানের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য ইরানে বিশ্ববাসীকে স্বাগত জানানো এবং বিশ্ব সম্প্রদায়ের সাথে যোগাযোগ বাড়ানো। সূত্র: মেহর নিউজ