সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

২০ জানুয়ারির শান্ত রাত / সশস্ত্র দাঙ্গাবাজরা আজ রাতের জন্য জনগণের সচেতনতায় ব্যর্থ হলো

পোস্ট হয়েছে: জানুয়ারি ১১, ২০২৬ 

news-image

তাসনিম নিউজ এজেন্সির প্রদেশ বিভাগ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অনুগামীদের আহ্বান এবং শত্রুতাপূর্ণ, রাজতন্ত্রপন্থী গণমাধ্যমের অক্লান্ত প্রচেষ্টার পরও, শনিবার ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় মানুষ এগিয়ে আসেনি। তাসনিমের দেশব্যাপী সাংবাদিকদের প্রতিবেদনের ভিত্তিতে, আজ রাতের ایران শান্তিপূর্ণভাবে কেটেছে এবং কোনো বড় ধরনের সমাবেশ বা বিশৃঙ্খলার খবর নেই।

সাংবাদিকদের রিপোর্ট অনুযায়ী, যদিও কিছু প্রদেশের শহর যেমন মাশহাদ, গ্রেগান, আর্দেবিল ইত্যাদিতে সশস্ত্র দাঙ্গাবাজরা বিকেল ৪টা থেকে ছোট ছোট সমাবেশের মাধ্যমে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তারা জনগণের উপেক্ষার সম্মুখীন হয়।

বিপ্লববিরোধী এবং দাঙ্গাবাজদের প্রচেষ্টা আজ রাতের দেশব্যাপী অশান্তি সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। নিরাপত্তা বাহিনী জাতীয় নিরাপত্তার প্রতি কোনও ধরনের হুমকিকে দৃঢ়ভাবে প্রতিহত করেছে এবং দাঙ্গাবাজদের স্থানেই বসিয়েছে। তাসনিমের সাংবাদিকরা বিভিন্ন প্রদেশ থেকে জানিয়েছেন যে আজ রাতের কোনো সমাবেশ বা বিশৃঙ্খলার খবর নেই এবং মানুষ শান্তিপূর্ণ রাত পার করেছে।

যে যুবকরা গত কয়েক রাতের সমাবেশে অংশ নিয়েছিল, তারা বৃহস্পতিবার রাতের সশস্ত্র দাঙ্গাবাজদের সহিংস কর্মকাণ্ড দেখার পর সঙ্গে সঙ্গে তাদের থেকে আলাদা হয়ে গেছে এবং শুক্রবার রাতের আহ্বানে অংশ নেয়নি।

যে সশস্ত্র দাঙ্গাবাজরা বৃহস্পতিবার ও শুক্রবার রাতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি সাধন করেছিল, তারা সীমা ছাড়িয়ে কোরআন ও মসজিদকেও অবমাননা করেছে, যা পুরো ইরান জুড়ে মানুষের রাগের কারণ হয়েছে। আজ বেশিরভাগ প্রদেশে মানুষ এই ঘটনার প্রতিবাদে মিছিল করেছে।

নিরাপত্তা বাহিনী এবং নিরাপত্তা রক্ষাকারীরা দাঙ্গাবাজ নেতাদের সমস্ত কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে আর কোনও সমাবেশের অনুমতি দেয়নি। যদিও কিছু সমাবেশ আঞ্চলিক এবং গলিতে ছড়িয়ে পড়েছিল, তবু মানুষ তা উপেক্ষা করেছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি