বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

২০২৮ সালের প্যারালিম্পিকে লড়বেন ইরানি প্যারা শ্যুটার জাভানমারদি

পোস্ট হয়েছে: এপ্রিল ২৩, ২০২৫ 

news-image

চারবারের প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী সারা জাভানমারদি লস অ্যাঞ্জেলেসে ২০২৮ সালের প্যারালিম্পিক গেমসে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগে, তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৪ সালের প্যারালিম্পিকের পরে এই খেলা থেকে অবসর নেবেন তিনি।

স্বর্ণজয়ী জাভানমারদি ক্যারিয়ার চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন, ‘‘মানুষের আনন্দ বয়ে আনা একটি বিশাল সম্মানের বিষয়। আমি পরবর্তী গেমসে অংশ নেয়ার সক্ষমতা দেখতে পাচ্ছি। আমি আমার অর্জনের মাধ্যমে মানুষের আনন্দ বয়ে আনতে চাই।’’

আসন্ন প্যারালিম্পিকে অংশগ্রহণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জাভানমারদি বলেন, ‘‘এটা অসম্ভব নয়। আমি যখন প্রথম খেলাধুলায় শুরু করি, তখন আমি কখনও প্যারালিম্পিক বা প্রতিযোগিতামূলক খেলাধুলার কথা কল্পনাও করিনি। কিন্তু এই ১৮ বছরের যাত্রা সফল হয়েছে।’’ সূত্র: তেহরান টাইমস