২০০ মিটার ইনডোর দৌড়ে রেকর্ড ভাঙলেন ইরানের তুসি
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৫

ইরানের জাতীয় নারী স্প্রিন্টার মরিয়ম তুসি নেভাদায় নারীদের ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতায় ইরানি নারীদের ইনডোর ২০০ মিটার রেকর্ড ভেঙেছেন।
তুসি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডাতে অনুষ্ঠিত ইনডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতার ২০০ মিটার ইভেন্টে প্রথম শিরোপা জিতেছেন। তিনি ২৩ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে ইনডোর ২০০ মিটার প্রতিযোগিতায় ইরানের জন্য নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।
নেভাদাতে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইনডোর প্রতিযোগিতাটি ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি আয়োজন করে উলফ প্যাক। সূত্র: মেহর নিউজ