১১ মাসে ইরানের খেজুর রপ্তানি ২৫৫ মিলিয়ন ডলার ছাড়িয়েছে
পোস্ট হয়েছে: এপ্রিল ৬, ২০২২
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লতিফী বলেছেন, গেল ফারসি বছরের প্রথম ১১ মাসে দেশ থেকে ২৫৫ মিলিয়ন মার্কির ডলারেরও বেশি মূল্যের উচ্চমানের খেজুর বিদেশে রপ্তানি হয়েছে।
তিনি বলেন, তার দেশ ২১ মার্চ ২০২১ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৫০৪ টন খেজুর বিদেশে রপ্তানি করে, যার মূল্য ২৫৫ মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বেশি খেজুর রপ্তানি হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।