সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

হাতেবোনা কার্পেটের ৮০ ভাগই রপ্তানি করে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০১৮ 

news-image

বছরে প্রায় ৪শ টন হাতেবোনা কার্পেট উৎপাদন হয়ে থাকে ইরানে। এসব কার্পেটের ৮০ শতাংশের বেশি অন্যান্য দেশে রপ্তানি করা হয়।

ইরানের চাবাহারে অনুষ্ঠিত হ্যান্ডঔভন্ কার্পেট টিউটোরিয়াল ওয়ার্কশপ অ্যান্ড কার্পেট ইন্ডাস্ট্রি কনফারেন্সে একথা জানান অমিদ ইন্টারপ্রেনারশিপ ফান্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলি রাবিয়েই।

তিনি বলেন, ইরানে হাতেবোনা কার্পেটের সন্তোষজনক বাজার রয়েছে। পল্লি নারীরা এ থেকে উপকৃত হচ্ছে।

রাবিয়েই বলেন, দেশের কার্পেট শিল্পের প্রতি অত্যধিক মনোযোগ দেয়া হয়েছে। এই শিল্পের প্রসারে পল্লি এলাকাগুলোর পাশাপাশি সুবিধাবঞ্চিত ও অনগ্রসর অঞ্চলগুলোতে বড় বড় পদক্ষেপ নিতে হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।