রবিবার, ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

স্পেনিশ উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল ইরানের ‘স্প্রিং ইন অটাম’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২১ 

news-image

স্পেনে আহোরা এজ কোর্তো আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জিতেছে ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘স্প্রিং ইন অটাম’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ঘাসিদেহ গোলমাকানি।

‘স্প্রিং ইন অটাম’ এর চিত্রায়নের কাজ হয়েছে রাশিয়া ও ইরানে। সিনেমাটিতে একজন নারীর গল্প তুলে ধরা হয়েছে, যে তার স্বামীকে ভালোবাসে এবং রাশিয়ায় ভ্রমণ করে। তার বিশ্বকাপ ভ্রমণের স্মৃতি সামনে আসে। পাশাপাশি তার একটি গোপন বিষয়ও মনে পড়ে।

ইরানি স্বল্পদৈর্ঘ্যটি এপর্যন্ত ৩০টি আন্তর্জাতিক উৎসবে দেখানো হয়েছে। সর্বশেষ  আহোরা এজ কোর্তো আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো ছবিটি।

‘স্প্রিং ইন অটাম’ এ অভিনয় করেছেন রেজা কিয়ানিয়ান ও সিমা বারগিন।  আহোরা এজ কোর্তো আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের এবারের ৫ম আসর স্পেনের আন্দালুসিয়ান অঞ্চলে ৩ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।