সোলাইমানির শাহাদাতবার্ষিকীতে ২শ বন্দীকে মুক্তি
পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২১
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুর্দস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী অনিচ্ছাকৃত অপরাধের ২০২জন কারাবন্দীকে মুক্তি দেয়া হয়েছে।
রোববার আইআরআইবি এর প্রতিবেদনে বলা হয়, ইরানের ১২টি প্রদেশের সমাজসেবীরা সোলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনিচ্ছাকৃত অপরাধের এক হাজার বন্দীকে মুক্ত করতে অবদান রেখেছেন।
৩ জানুয়ারি ছিল বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে আমেরিকার ড্রোন হামলায় জেনারেল সোলাইমানি নিহত হওয়ার প্রথম বার্ষিকী। এই হামলায় সোলাইমানির সঙ্গে থাকা ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স (পিএমএফ) এর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হন।
ইরানের ব্লাড মানি অরগানাইজেশনের প্রধান আসাদোল্লাহ জুলায়েই বলেন, ইরানি সমাজসেবীরা চলতি ইরানি বছরের শুরু (২০ মার্চ ২০২০) থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনিচ্ছাকৃত অপরাধের ৫ হাজার ৬৮জন কয়েদীকে মুক্ত করতে সাহায্য করেছে। সূত্র: তেহরান টাইমস।