সেরা চিত্রনাট্যেরে অ্যাওয়ার্ড পেল ‘অ্যাপেনডিক্স’
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০১৭
মন্ট্রিল বিশ্ব চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের (স্ক্রিনপ্লে) অ্যাওয়ার্ড পেয়েছে ইরানি ছবি ‘অ্যাপেনডিক্স’। এই উৎসবে অংশগ্রহণের মধ্যদিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করলো ছবিটি।
অ্যাপেনডিক্স ছবিটি পরিচালনা করেছেন হোসেইন নামাজি এবং এটি প্রযোজনা করেছেন মাগসুদ জাব্বারি। এর আগে প্রথমবারের মতো এটি ৩৬তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।
এছাড়াও ছবিটি মন্ট্রিল বিশ্ব চলচ্চিত্র উৎসবের মূল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিভাগে প্রদর্শীত হয়েছে। উৎসবটি ২৪ আগস্ট শুরু হয়ে চলে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মন্ট্রিল বিশ্ব চলচ্চিত্র উৎসব পালিত হয়ে আসছে এবং এটি কানাডার অন্যতম প্রাচীন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
এছাড়া উত্তর আমেরিকায় এফআইএপিএফ স্বীকৃত একমাত্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চলচ্চিত্র উৎসব এটি।
সূত্র: মেহের নিউজ।