মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

সিস্তান-বালুচিস্তানে কাজার যুগের দুর্গ পুনরুদ্ধার

পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২১ 

news-image

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাশ শহরের হেইদারাবাদ দুর্গের পুনরুদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। দুর্গটি পুনরুদ্ধারে ব্যয় হয়েছে এক বিলিয়ন রিয়াল (প্রায় ২৪ হাজার মার্কিন ডলার)।

সিস্তান-বালুচিস্তান প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প দপ্তরের উপপরিচালক মানসুরেহ মোল্লাহেলাহ ফারসকে এক সাক্ষাৎকারে বলেন, পুনরুদ্ধার প্রকল্পে দুর্গটির ধ্বংসাবশেষ অপসারণ, আঙ্গিনায় ইট বিছানো, খড়ের ছাওনী দেয়া, দুর্গের ভেতরে শাসকের বসার স্থানে চুনকাম করা ইত্যাদি কাজ করা হয়।

এটি ২০০১ সালের মে মাসে জাতীয় ঐতিহ্যের তালিকায় নিবন্ধিত হয়। চলতি মাসের শুরুতে ঘোষণা দেয়া হয়, সিস্তান-বালুচিস্তানে এমন মোট আটটি নতুন সাংস্কৃতিক উপাদান ইরানের জাতীয় অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।