শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২৪ 

news-image

ইরানের পরিচালক বেহরুজ সেবত রাসুলের চলচ্চিত্র ‘মেলোডি’ চীনের শিয়ানে চলমান সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (এসআরআইএফএফ) ১১তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে।

চলচ্চিত্রটি একজন তরুণ সংগীতশিল্পী মেলোডির গল্প নিয়ে নির্মিত। একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক পটভূমিতে এটির চিত্রায়ণ করা হয়েছে। চারপাশের মনোমুগ্ধকর সৌন্দর্যের মাঝে মূল গল্প এগিয়ে গিয়েছে।

ইরান ও তাজিকিস্তানের যৌথ-প্রযোজনার ছবিটিতে ইরানের অভিনেতা দিমান জান্দি, আলিরেজা ওস্তাদি ও ইরানের মেঘদাদ এসলামি অভিনয় করেছেন। অন্যদিকে তাজিকিস্তানের সাফার হকদোদভ ও জুলফিয়া সাদিকোভা এতে অভিনয় করেছেন। সূত্র: তেহরান টাইমস