সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সিডনি উৎসবে সেরার মুকুট পেল ‘লেডি অব দ্য সিটি’

পোস্ট হয়েছে: মে ১৫, ২০২২ 

news-image
ইরানি নাটক ‘লেডি অব দ্য সিটি’ অস্ট্রেলিয়ার সিডনি ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের ১৩তম আসরে সেরা বর্ণনামূলক ফিচার চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। সোমবার আয়োজকরা এই ঘোষণা দিয়েছে।
মরিয়ম বাহরোলোলুমি পরিচালিত ছবিটি ‘শাহরবানু’ নামেও পরিচিত। শাহরবানু একজন নারী যিনি মাদকের খচ্চর হওয়ার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন৷ এগারো বছর জেলে থাকার পর ছেলের বিয়েতে যোগ দেওয়ার জন্য কয়েকদিনের জন্য জেল থেকে ছাড়া পান। অস্থায়ী স্বাধীনতা তাকে জেলে ফিরে যাওয়ার আগে তার জীবনের এবং তার পরিবারের একটি নতুন দিক দেখতে সাহায্য করে। সূত্র: তেহরান টাইমস।