সান ফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে সেরা ছবি ‘ম্যালেরিয়া’
পোস্ট হয়েছে: অক্টোবর ৩, ২০১৭
ইরানি চলচ্চিত্র নির্মাতা পারভিজ শাহবাজি পরিচালিত ফিচার ছবি ‘ম্যালেরিয়া’ সেরা ছবির অ্যাওয়ার্ডসহ তিনটি পুরস্কার জিতেছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত দশম ইরানি চলচ্চিত্র উৎসবে (আইএফএফ) এসব পুরস্কার লাভ করেছে ছবিটি।
‘ম্যালেরিয়া’ ছবিটি প্রযোজনা করেছেন মাসুন্দ রাদায়ি। ছবিটি সান ফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কারগুলি জিতেছে।এছাড়া, ইরানের আমির নাদেরির ‘মাউন্টেইন’ উৎসবের চলচ্চিত্রবিজ্ঞান বিভাগে প্রথম পুরস্কার জিতেছে।
২০০৮ সালে ইরানি এই চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়। দেশের বাইরে স্বতন্ত্র ইরানি চলচ্চিত্র উৎসব হিসেবে প্রথম যাত্রা শুরু করে উৎসবটি। বাৎসরিক এই চলচ্চিত্র উৎসবে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের তৈরি ছবি বা বিশ্বব্যাপী ইরান সম্পর্কিত নির্মিত স্বতন্ত্র ফিচার ও শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। সূত্র: মেহের নিউজ।