শেনঝেন উৎসবের সেরা ছবি ইরানের ‘বোটোক্স’
পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০২১
ইরানের পুরস্কারজয়ী ড্রামা ‘বোটোক্স’ আরও একটি বিজয় ছিনিয়ে এনেছে। চীনের শেনঝেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি সেরা ফিচার চলচ্চিত্রের পুরস্কার জয় করেছে।
ইরান ও জার্মানির যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বোটোক্স’ এ আকরাম ও আজার দুই বোনের গল্প তুলে ধরা হয়েছে। উভয়েই তাদের ভাইয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে মিথ্যা বলে। তারা সবাইকে বলে যে তাদের ভাই জার্মানিতে পালিয়েছে। দিনের পর দিন এই মিথ্যা আরও বড়সড় ও নিয়ন্ত্রণহীন হয়ে দেখা দেয়। সবাইকে অন্ধকার ও রহস্যময় ভাগ্যের দিকে পরিচালিত করে। চলচ্চিত্রকার কাভেহ মাজাহেরির ছবি ‘বোটোক্স’ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে দেখানো হয়েছে এবং এর মধ্যে কয়েকটিতে পুরস্কার জিতেছে। চলচ্চিত্রটি ইতোমধ্যে ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফার্স্ট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে এবং ইতালির তুরিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য পুরস্কার জিতে। এছাড়া জর্ডানের আম্মান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ইরানি চলচ্চিত্র `বোটোক্স’। সূত্র: তেহরান টাইমস।