সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সাথে ইরানি কালচারাল কাউন্সেলরের সাক্ষাৎ

পোস্ট হয়েছে: আগস্ট ৬, ২০২৩ 

news-image

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সঙ্গে  বৃহস্পতিবার ঢাকাস্থ ইরান দূতাবাসের  কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ইরান ও বাংলাদেশের মধ্যে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা ও মতিবিনিময় হয়। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেনইরান শিল্প,সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি দেশ।ইসলামী মূল্যবোধ বজায় রেখে কিভাবে শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করা যায় তা বিশ্বকে দেখিয়েছে ইরান। দেশটিতে এখন বিশ্বমানের নাটক ও চলচ্চিত্র তৈরি হচ্ছে। আমরা চাই ইরানের এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে।

এসময় ঢাকাস্থ ইরানি  কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী বলেনইরান ও বাংলাদেশ দুটি  ভ্রাতৃ ও বন্ধুপ্রতিম দেশ। শিল্পসাহিত্যসংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশদুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা চাই এই সম্পর্ককে সুদৃঢ় রাখতে। বিশেষকরে শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার করতে চাই।তিনি বলেনইরানে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষ্যে বেশকিছু আন্তর্জাতিক ফেস্টিভাল হয়ে থাকে। বিশেষকরে ফজর ফিল্ম ফেস্টিভালথিয়েটার ফেস্টিভাল,  মিউজিক ফেস্টিভাল ইত্যাদি । এসব ফেস্টিভালে আমরা চাই বাংলাদেশের সক্রিয় উপস্থিতি।

এসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেনইরান ও বাংলাদেশের মধ্যে শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে আমাদের সরকার অত্যন্ত আন্তরিক এবং এ ক্ষেত্রে যেকোন ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রস্তুত রয়েছে। এসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ, সহকারী পরিচালক আবু ছালেহ মোঃ আবদুল্লাহ, কালচারাল অফিসার সৈয়দা সাহিদা বেগম এবং ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।