লন্ডন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে যাচ্ছে `দ্যা সি’
পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০২১
যুক্তরাজ্যের লন্ডন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ইরানি চলচ্চিত্রকার সাহরা রামেজানিয়ান পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা সি’।ইরানি স্বল্পদৈর্ঘ্যটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন সাহরা রামেজানিয়ান এবং প্রযোজনা করেছেন ইলিয়া শামস ও মোহাম্মাদ কাজেম শিরান।
কয়েকজন বন্ধু ইরানের উত্তর অঞ্চলে ভ্রমণ করার পরিকল্পনা করেন এবং এই সফরের জন্য তারা প্রস্তুতি নেন। কিন্তু এর মধ্যেই অনেক কিছু ঘটে যায়। এসব কিছু নিয়ে সিনেমার গল্প এগিয়ে গেছে। ‘দ্যা সি’ তে অভিনয় করেছেন ফারজানেহ সালাহশোর, ফারজাদ আলাভি, পুয়া হাগিগি, সাহরা রামেজানিয়ান। ১৯তম লন্ডন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ১৪ থেকে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।