বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

লন্ডনে সেরার পুরস্কার জিতলেন ইরানি শিল্পী

পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০২৩ 

news-image

শুক্রবার লন্ডনে শেষ হওয়া কিং ফিল্ম অ্যাওয়ার্ডে ইরানি শিল্পী রামিন হোসেনপুর সেরা ডকুমেন্টারি স্ক্রিপ্টের পুরস্কার জিতেছেন। ভিডিও শিল্প ‘ভাস্কর্য’-এর জন্য তিনি এই পুরস্কার পান।

হোসেনপুরের ডকুমেন্টারিটি ইরানি মরমি কবি মাওলানা জালালুদ্দিন রুমি ও শামস-ই তাবরিজির জীবন কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে।

রুমি সিরিয়ায় এক বা দুইবার যাত্রা করেছিলেন। যাত্রার একটিতে তিনি দরবেশ শামসের সাথে দেখা করেন। যাইহোক, ১২৪৪ সালের ৩০ নভেম্বরে কোনিয়ায় তাদের দ্বিতীয় সফরের সময় তিনি শামস দ্বারা গভীরভাবে প্রভাবিত হন।

কয়েক মাস ধরে দুই ব্যক্তি ক্রমাগত যোগাযোগ করতে থাকেন। ফলে রুমি তার সেসব শিষ্য ও পরিবারকে অবহেলা করেন, যারা তাদের ঘনিষ্ঠ সম্পর্ককে সহ্য করতে পারেনি। সূত্র: তেহরান টাইমস।