মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা বন্ধের দাবিতে ইরানে লাখো মানুষের বিক্ষোভ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০১৭ 

news-image

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠে তেহরান।মুসলমানদের বিরুদ্ধে ওয়াশিংটন এবং তেল আবিবের অব্যাহত ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে বিক্ষোভকারী জনতা ‘ইসরাইল ধ্বংস হোক’, ‘আমেরিকা ধ্বংস হোক বলে শ্লোগান দেয়। দক্ষিণপূর্বাঞ্চলীয় এশিয়ার দেশটিতে মুসলিম গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিও জানান বিক্ষোভ অংশগ্রহণকারী লাখো নারী-পুরুষ। মিছিলে অনেক শিশুকে অংশ গ্রহণ করতে দেখা গেছে।

অব্যাহত গণহত্যা ও সহিংস নির্যাতনের মুখে গত দু’সপ্তাহে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে দেড় লাখের বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। পালাবার পথে নারী-শিশুসহ অনেক রোহিঙ্গা মর্মান্তিক ভাবে মারা গেছেন। – পার্সটুডে।