বৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসবে তিন প্রবীন ইরানি শিল্পীকে সম্মাননা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২০ 

news-image

ষোড়শ রেজিস্টেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিন কিংবদন্তি ইরানি শিল্পীকে সম্মাননা জানানো হয়েছে। উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রবীন শিল্পী জমশিদ হাশেমপুর, জামাল শোরজেহ ও মোহসেন আলি আকবারিকে এই সম্মাননা দেয়া হয়।

জমশিদ হাশেমপুর তেহরানে ১৯৪৪ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে ‘হোয়াইট হেল’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।
১৯৮৩ সালে নির্মিত ‘উইক পয়েন্ট’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র নির্মাতাদের নজর কাড়তে সক্ষম হন।

জামাল শুরজেহ অন্যতম চলচ্চিত্র নির্মাতা, যার নাম পবিত্র প্রতিরক্ষা ও বিপ্লবের সাথে জড়িয়ে রয়েছে। ইরান-ইরাক দীর্ঘ আট বছরের যুদ্ধে বিজয় শেষে তিনি সবসময় পবিত্র প্রতিরক্ষা নিয়ে সিনেমা নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন।

মোহসেন আলি আকবারিও পবিত্র প্রতিরক্ষা নিয়ে চলচ্চিত্র নির্মাণ নিয়ে সর্বদা চিন্তা-ভাবনা করতেন। প্রতিরক্ষা নিয়ে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।