মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

রিও স্বল্পদৈর্ঘ্য উৎসবে সেরা পরিচালক ইরানের হামিদি

পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০২১ 

news-image

ব্রাজিলের রিও ডি জেনেইরো আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ইরানি চলচ্চিত্রকার হেস্সাম হামিদি। ‘ডেইলি ম্যাচাকার ইন তেহরান’ ড্রামার জন্য তিনি এই শীর্ষ পুরস্কার জিতেন।ইরানি ড্রামাটিতে ১২ বছর বয়সী বালক ফুয়াদের গল্প তুলে ধরা হয়েছে। সে তার মায়ের জীবিকার যোগান দিতে পার্শ্ববর্তী কোনো এক শহর থেকে রাজধানী তেহরানে আসে। টাকার বিনিময়ে সে মোরগ জবাই করা, আবর্জনা ফেলা এবং বোঝা বহন করা থেকে শুরু করে যে কোনো ধরনের কাজ করার প্রস্তুতি ও ইচ্ছা পোষণ করে। সে যখন যে কাজেই জড়িত হয় সেখানেই সে সমস্যা ও জটিলতার সম্মুখিন হয়। রাজধানীতে তার জীবনের সম্ভাবনা ও সমস্যা নিয়ে মূলত ছবিটি নির্মাণ করা হয়েছে।বুধবার রিও ডি জেনেইরো উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সূত্র: তেহরান টাইমস।