সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

রাজি কোভ পার্স ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু

পোস্ট হয়েছে: মে ৩০, ২০২১ 

news-image

ইরানের দেশীয়ভাবে তৈরি করোনাভাইরাসের দ্বিতীয় টিকা রাজি কোভ পার্স এর দ্বিতীয় মানব ট্রায়াল শুরু হয়েছে। শুক্রবার শুরু হওয়া এই পর্যায়ের ট্রায়ালে ৫শ জনকে টিকাটি দেওয়া হবে।

প্রোটিন-ভিত্তিক ভ্যাকসিনটি তৈরি করেছে রাজি ভ্যাকসিন ও সেরাম রিসার্চ ইনস্টিটিউট। এর আগে ২৭ ফেব্রুয়ারি রাজি কোভ পার্স এর প্রথম মানব ট্রায়াল শুরু হয়।

তিন ডোজের ভ্যাকসিনটি প্রথম দুই ডোজ ইনজেকশনযোগ্য আর তৃতীয় ডোজ ইনহেলারের মাধ্যমে নিতে হবে। প্রথম ডোজ দেওয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ, ঠিক এর ৫১ দিন পর তৃতীয় ডোজ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দেওয়া হবে। সূত্র: তেহরান টাইমস।