মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

English

রাজধানীতে ঈদের জামাত কখন কোথায়

পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০১৯ 

news-image

ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কাল। ঈদ উদযাপনের আনন্দ মূলত শুরু হয় ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে। ঈদুল আজহায় দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, তৃতীয় জামাতে জামিয়া শাবইয়্যাহ মালিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে আল আযহার একাডেমির প্রিন্সিপাল ড. মাওলানা আবদুল কাইয়ূম আযহারী।

ঢাকাস্থ মিরপুরের ফুরফুরা দরবারের মসজিদ কমপ্লেক্সে ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জামাত পরিচালনা করবেন ফুরফুরা হযরত মাওলানা ফতেহ আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশী।

মিরপুরের কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা, সকাল ৮টা ও সকাল ৮টা ৪৫ মিনিটে। ধানমণ্ডি ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

মগবাজার বিটিসিএল কলোনী জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

রাজধানীর কাজলারপাড় ভাঙ্গাপ্রেস এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল ৯টায়,  বকশি বাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মাঠে সকাল ৮টায়, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, দেওয়ানবাগ শরীফে ঈদের তিনটি জামাত যথাক্রমে সকাল ৮টায়, সাড়ে ৯টায় ও সকাল ১০টায়, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে যথাক্রমে সকাল ৭টায়, ৮টায় ও পৌনে ৯টায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৭টায়, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, খিলগাওয়ের পল্লীমা সংসদ ময়দানে সকাল সাড়ে ৭টায়, লক্ষ্মী বাজারের মিয়া সাহেব ময়দা শাহ্ বাড়ী জামে মসজিদে সকাল ৭টায় ও নূরাণী জামে মসজিদে ৮টায়, আগারগাঁওয়ের দারুল ঈমান মসজিদে সকাল সাড়ে ৭টায়, কৃষি বাজার তাহেরীয়া মসজিদে সকাল সাড়ে ৭টায়, মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়্যেবিয়ায় সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।#

এদিকে দেশের বৃহত্তম ও প্রাচীন ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় ১৯২তম ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে ঈদ জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়।