রমজানে ইরানে দরিদ্রদের মাঝে খাবার প্যাকেজ বিতরণ
পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০২১
ইরানের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে ২ লাখ ১০ হাজার খাবারের প্যাকেজ বিতরণ করা হয়েছে। ‘ইরানে হামদেল’ (যার আক্ষরিক অর্থ সহানুভুতিশীল ) জাতীয় ক্যাম্পেইনের আওতায় এসব খাবার প্যাকেজ বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসের শুরু (১৩ এপ্রিল) থেকে জাতীয় এই ক্যাম্পেইনের তৃতীয় ধাপ শুরু হয়েছে।
রোববার ইরানি বার্তা সংস্থা ইসনা’র খবরে বলা হয়, জাতীয় ক্যাম্পেইনটি বাস্তবায়নে তিন হাজারের অধিক রান্নাঘর কাজ করছে।
পবিত্র রমজান মাসের প্রথম চার দিনে সুবিধাবঞ্চিতদের মাঝে ৭ লাখ ২৭ হাজার ৭৬২ প্যাকেট উষ্ণ খাবার, ৯৬ হাজার ৯৯০ প্যাকেট ইফতার ও ২ লাখ ১০ হাজার ৫১৬ প্যাকেট খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। পুরো রমজান মাসব্যাপী ১ কোটি ২০ লাখ উষ্ণ খাবার ও ৮ লাখ ৮৮ হাজার খাবার প্যাকেট বিতরণ করার পরিকল্পনা রয়েছে। সূত্র: তেহরান টাইমস।