রটারডাম উৎসবে পুরস্কার জিতলো ‘এন্ডলেস বর্ডারস’
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৩
ইরান-চেক প্রজাতন্ত্রের সহ-প্রযোজনার ছবি ‘এন্ডলেস বর্ডারস’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডাম (আইএফএফআর) এ ভিপিআরও বিগ স্ক্রিন পুরস্কার জিতেছে।পুরস্কারটিকে আইএফএফআর এবং ভিপিআরও-এর মধ্যে বছরের পর বছর সহযোগিতার একটি ফল হিসেবে দেখা হচ্ছে। পাঁচজন চলচ্চিত্র প্রেমীকে নিয়ে গঠিত একটি দর্শক জুরি সিদ্ধান্ত নেন, তারা কোন চলচ্চিত্রটি নেদারল্যান্ড জুড়ে সিনেমা থিয়েটারে দেখানোর যোগ্য মনে করেন এবং উৎসবের পরে এটি এনপিও-টু-এ টেলিভিশনে সম্প্রচার করা হবে।বিজয়ীকে নগদ ৩০ হাজার ইউরো পুরস্কার দেওয়া হয়। এর অর্ধেক ডিস্ট্রিবিউটরের কাছে যাবে, যিনি ছবিটি কেনার সিদ্ধান্ত নিয়েছেন।আব্বাস আমিনি পরিচালিত ‘এন্ডলেস বর্ডারস’ ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী একটি ছোট গ্রামে শরণার্থী সমস্যা নিয়ে তৈরি করা হয়েছে।শুক্রবার ডাচ উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেরা চলচ্চিত্রের জন্য টাইগার পুরস্কার জিতেছে ক্যামেরুন থেকে সিরিয়েল রেইংউ পরিচালিত ডকুমেন্টারি ‘লে স্পেক্টার দে বোকো হারাম’। সূত্র: তেহরান টাইমস।