মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

যৌথ সামরিক মহড়া চালাবে ইরান ও ইরাক

পোস্ট হয়েছে: অক্টোবর ৩, ২০১৭ 

news-image

ইরানের সশস্ত্র বাহিনী ও প্রতিবেশী ইরাকের সামরিক বাহিনী যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। এ মহড়া অনুষ্ঠিত হবে দুই দেশের সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলিতে।শনিবার ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল মাসুদ জাজায়েরি সংবাদ সংস্থা ইরনাকে বলেন, দুই দেশের সীমান্ত টার্মিনালগুলিতে ইরাকি সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ইরানের সহযোগিতা চেয়ে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এ অনুরোধের প্রেক্ষিতে ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ বৈঠকে তারা ইরাকের অখণ্ডতার ওপর গুরত্বারোপ করেন এবং ইরাকের কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে সদ্য-অনুষ্ঠিত গণভোটকে অবৈধ বলে আখ্যায়িত করেন। ইরানি কমান্ডাররা দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে যৌথ সামরিক মহড়া চালানোর বিষয়ে সম্মত হয়েছেন।

এছাড়াও বৈঠকে সীমান্ত সুরক্ষা ও সীমান্ত টার্মিনালগুলিতে ইরাকি বাহিনী মোতায়েনের বিষয়ে বেশ কিছু সংখ্যক সিদ্ধান্ত নেয়া হয়েছে।