মুনড্যান্স চলচ্চিত্র উৎসবে পাঁচ ইরানি ছবির অ্যাওয়ার্ড জয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০১৭
মুনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছে ইরানের পাঁচটি ছবি। যুক্তরাষ্ট্রের কোলোরাডো অঙ্গরাজ্যের বুল্ডার শহরে উৎসবটির আয়োজন করা হয়।
গত সপ্তাহে আয়োজকেরা উৎসবের বিজয়ী ছবিগুলির নাম ঘোষণা করেছেন। চলচ্চিত্র উৎসবের শর্ট ডকুমেন্টারি চলচ্চিত্র ক্যাটাগরিতে দুটি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। এর মধ্যে ইরানের সাদেক জাফরি ও মারজিয়েহ ভাজিরির যৌথ পরিচালনায় নির্মিত ছবি ‘উয়েভার্স অব ইমাজিনেশন’ পেয়েছে একটি।
এই বিভাগের অপর অ্যাওয়ার্ডটি জিতেছে ফ্রান্সের হুগো লেম্যান্ট পরিচালিত ছবি ‘নিওফার’।
অন্যদিকে, উৎসবের শর্ট ফিল্ম ক্যাটাগরিতে আটটি বিজয়ী ছবির মধ্যে আরিয়ান ভাজিরদাফ্তারির ‘নট ইয়েট’ রয়েছে।
এছাড়া অ্যানিমেশন চলচ্চিত্র বিভাগে আটটি ছবি পুরস্কার জিতেছে। এর মধ্যে ইরানি ছবিই তিনটি। এগুলো হলো সাইয়েদ মোসলেম তাবাতাবায়ির ‘লাইট সাইট’, আমির-হুশাঙ মোয়েনের ‘দ্য অরাঙ্গিশ ট্রি’ ও ফারনুশ আবেদির ‘দ্য সারভ্যান্ট’। সূত্র: তেহরান টাইমস।