মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মিশরের মাধ্যমে অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পাঠাতে ইরানের প্রস্তুতি ঘোষণা

পোস্ট হয়েছে: নভেম্বর ৮, ২০২৩ 

news-image

মিশরের মাধ্যমে অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য মানবিক ত্রাণ পাঠাতে ইরান নিজের প্রস্তুতি ঘোষণা করেছে। ফিলিস্তিনি এই ভূখণ্ডের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যখন অবিরাম ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের এ প্রস্তুতি ঘোষণা করলেন।

তিনি সোমবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে এক ফোনালাপে বলেন,  গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে বড় ধরনের অভিযান চালান হামাস যোদ্ধারা। আল-আকসা তুফান নামক ওই অভিযানে অন্তত ১,৪০০ ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনা নিহত হয়।

ওই অভিযানের প্রতিশোধ নিতে তেল আবিব সরকার গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের উপর এক মাস ধরে নির্বিচার বোমাবর্ষণ করে যাচ্ছে। ইসরাইলিদের এই পাশবিকতায় রোববার পর্যন্ত ৯,৭৭০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের ৪,৮০০ জনই শিশু।  পার্সটুডে/