মহাকাশ প্রযুক্তি পার্ক নির্মাণ করবে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০১৯
ইরান নতুন আরও তিনটি স্যাটেলাইট নির্মাণে কাজ করছে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাভেদ আজারি জাহরোমি। তিনি জানান, দেশের মহাকাশ কর্মসূচি আরও জোরদার করতে উত্তরাঞ্চলীয় ইরানে মহাকাশ প্রযুক্তি পার্ক চালু করা হবে।
জাহরোমি জানান, দ্বিতীয় স্যাটেলাইটের নকশা ও নির্মাণ কাজ করেছে আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি (এইউটি)। এটি পায়ামা স্যাটেলাইটের চেয়ে ৪০ গুণ বেশি নির্ভুল। স্যাটেলাইটটির ১ মিটার নির্ভূলতা রয়েছে বলে তিনি জানান।
ইরানি এই মন্ত্রীর তথ্যমতে, জাফর স্যাটেলাইটের নকশা ও নির্মাণ কাজ করেছে ইরান ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি। ২৩ আগস্ট এটি সরবরাহ করা হবে ।
তিনি আরও ঘোষণা দেন, ইরানের প্রথম মহাকাশ প্রযুক্তি পার্ক মাজান্দারান প্রদেশে নির্মাণ করা হবে। তিনি বলেন, মহাকাশ ব্যবসার বিকাশে দেশে প্রথম স্পেস টেকনোলজি পার্ক নির্মাণ করা হচ্ছে। মহাকাশ প্রযুক্তিতে সক্রিয় সব কোম্পানি এই পার্কে অংশ নেবে। সূত্র: ফার্স নিউজ।