মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মহাকবি হাফিজের কবিতা-দর্শন নিয়ে গল্প লেখার উৎসব

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২১ 

news-image

ফারসি মহাকবি হাফিজের কবিতা ও চিন্তা-দর্শন নিয়ে গল্প লেখার উৎসব অনুষ্ঠিত হবে। ইরানের শিরাজে অবস্থিত হাফিজ স্টাডি সেন্টার উৎসবটি চালু করেছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টাডি সেন্টারের পরিচালক কাভুস হাসানলি বলেন, তরুণ প্রজন্মকে হাফিজের কবিতা ও দর্শন এবং দেশের প্রাচীন ও আসল সংস্কৃতির সাথে পরিচিত করানোর লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, সেন্টার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। জনগণ তাদের গর্বিত পূর্বপুরুষদের থেকে গর্বের একটি অংশ লাভ করে থাকে। আমাদের ইতিহাস একটি মূল্যবান বই। যার সোনালি পৃষ্ঠাগুলি অন্যান্য জাতির উত্থানের পেছনে ঈর্ষা হিসেবে কাজ করে।

হাসানলি বলেন, আজ আমাদের মূল্যবান সাংস্কৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে। আমাদের মহাকবি হাফিজ মূল্যবান সম্পদ, সমসাময়িক বিশ্বের বহু পণ্ডিত যার প্রশংসা করেছেন।  

আগ্রহী প্রার্থীদের তাদের লেখা গল্প আগস্টের আগে হাফিজ স্টাডি সেন্টারে পাঠাতে হবে। ফারসি ভাষায় লেখা গল্পগুলো অবশ্যই হাফিজের কবিতা, দর্শন, জীবন ও সময় সংশ্লিষ্ট হতে হবে। সূত্র: তেহারন টাইমস।