মরিচ খাওয়ার প্রতিযোগিতা!
পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০১৭
তরকারিতে ঝাল বেশি হলে অনেকেই বেকায়দায় পড়ে যান। কেউ কেউ তো ঘেমে-নেয়ে একাকারও হয়ে যান। মুখে লাগা ঝাল একটু কমিয়ে নিতে গ্লাসের পর গ্লাস পানি খান। কিন্তু চীনে একদল মানুষ নেমেছিলেন এই ঝাল খাওয়ারই প্রতিযোগিতায়। একের পর এক মুখে পুরেছেন লাল টকটকে কাঁচা মরিচ।
চীনের হুনান প্রদেশের নিংসিয়াংয়ে গত শনিবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। লাল মরিচ আর পানিতে পূর্ণ টিউবে বসে অংশগ্রহণকারীরা এতে একের পর এক মরিচ খান।
চীনের পিপলস ডেইলি জানায়, সবচেয়ে কম সময়ে বেশি মরিচ খেয়ে সু নামের এক ব্যক্তি বিজয়ী হয়েছেন। ৬০ সেকেন্ডের মধ্যে তিনি পেটে চালান করেছেন ১৫টি মরিচ।
মসলাদার খাবারের জন্য প্রসিদ্ধ হুনান প্রদেশে পর্যটকদের আকৃষ্ট করতেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। -প্রথম আলো।