বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভিসা মওকুফে পর্যটন খাতের উন্নতি হয়েছে ইরানের

পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০২৪ 

news-image

ইরানিয়ান ট্রাভেল এজেন্সি সমিতির পরিচালক হরমাতুল্লা রাফিই বলেছেন, ইরানের নতুন একতরফা ভিসা মওকুফের কৌশলে পর্যটন খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বার্তা সংস্থা ইলনাকে তিনি এই কথা বলেন।

রাফিই বলেন, পর্যটন খাতকে উৎসাহিত করতে এই বছরের শুরুতে ভিসা মওকুফ প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়। এটি ছিল সবচেয়ে প্রশংসনীয় পদক্ষেপগুলির মধ্যে একটি।

তিনি ভিসা মওকুফ কার্যক্রম রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণসহ পর্যটন শিল্পে প্রতিবন্ধকতা দূর করার জন্য সরকারের কাছে বেসরকারি খাতের দাবিগুলির ওপর জোর দেন।

ইরান একতরফাভাবে প্রায় ৩০টি দেশের নাগরিকদের ভিসা মওকুফ করেছে। উল্লেখযোগ্যভাবে, লেবানন, ভেনিজুয়েলা এবং মালয়েশিয়ার নাগরিকরা এখন নতুন সরকারের নির্দেশে ভিসা ছাড়াই ইরানে ভ্রমণ করতে পারেন। আগে এসব দেশের নাগরিকদের ইরান ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন ছিল। সূত্র: তেহরান টাইমস