ভারতে ইরানের পর্যটন রোডশো
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২৪
ইরান বিদেশি পর্যটক আকৃষ্ট করতে এবং অন্যান্য দেশের সাথে পর্যটন সম্পর্ক জোরদার করতে বিশ্বের বিভিন্ন দেশে প্রচারমূলক রোডশোর আয়োজন করছে। সিরিজ প্রচারণার অংশ হিসেবে দেশটি বর্তমানে ভারতে একটি রোডশো করছে৷
১০ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রোডশোটি তিন প্রধান ভারতীয় শহর মুম্বাই, হায়দ্রাবাদ ও নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। ইরানের উপ-পর্যটন মন্ত্রী আলী-আসগর শালবাফিয়ানের উপস্থিতিতে এই পর্যটন ক্যাম্পেইন শুরু হয়। মঙ্গলবার বার্তা সংস্থা সিএইচটিএন এই খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইভেন্টটির লক্ষ্য ইরানের পর্যটন সম্ভাবনা তুলে ধরা। এতে উভয় দেশের সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ইরানের বহির্গামী ট্রাভেল এজেন্সিগুলির প্রধানরা অংশ নেয়।
রোডশোতে ইরানের সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য তুলে ধরে তার ইতিবাচক ভাবমূর্তি প্রচার করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস