ভারতীয় উৎসবে জয়ী ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘রোয়া’
পোস্ট হয়েছে: আগস্ট ৩০, ২০২৩
ভারতে অনুষ্ঠিত ৫ম শর্টফান্ডলি ইন্টারন্যাশনাল অ্যানুয়াল শর্ট ফিল্ম কমপিটিশনে পুরস্কার জিতেছে মোহাম্মদরেজা মোহাম্মাদি রচিত, পরিচালিত ও প্রযোজিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রোয়া’।
ইভেন্টের চূড়ান্ত পর্বে ‘রোয়া’ ভারত ও ফ্রান্সের অন্য নয়টি চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করে। গত সপ্তাহে শেষ হওয়া উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে ইরানি স্বল্পদৈর্ঘ্যটি। বার্তা সংস্থা ইলনা রোববার এই খবর দিয়েছে।
ইরানি ইয়ুথ সিনেমা সোসাইটি এবং আফগানিস্তানের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করা হয়েছে। এতে দেখানো হয়েছে, একজন আফগান দম্পতি অবৈধভাবে ইউরোপে অভিবাসনের পথে বিপর্যয়কর সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এতে অভিনয় করেছেন মোস্তফা লাকজাইয়ান, রোগায়ে নিকু এবং মিলাদ জারেই।
২০২২ সালে নির্মিত ‘রোয়া’ এ পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে যোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে ইতালির ৭৩তম মন্টেকাটিনি আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভাল, ভারতের ৪র্থ সিনসিন ফিল্ম ফেস্টিভাল, ইতালিতে ৮ম ওয়াগ ফিল্ম ফেস্টিভাল এবং পোল্যান্ডের ৩১তম ইউরোশর্ট ফেস্টিভাল।
ছবিটি এই বছরের শেষের দিকে ভারত, ব্রাজিল, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আরও চারটি উৎসবে অংশ নিতে চলেছে। সূত্র: তেহরান টাইমস