ভলিবল ন্যাশনস লিগে আমেরিকাকে বিধ্বস্ত করলো ইরান
পোস্ট হয়েছে: জুন ১৩, ২০২১
ভলিবল ন্যাশনস লিগে আমেরিকাকে বিধ্বস্ত করলো ইরানের জাতীয় ভলিবল দল। বুধবার ন্যাশন লিগের ‘উইক-৩’ তে টানা তিন সেটে শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে ফারসি স্কোয়াড।
মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অ্যালেকনোর দল টানা ৫ম জয় পেল। ভলিবল লিগের ‘উইক ৩’ এর সবগুলো ম্যাচে জয় পেয়েছে ইরানি ভলিবল খেয়োয়াড়রা।
বুধবারের ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন সাবের কাজেমি। তিনি একাই ১৮ পয়েন্ট সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার উইক ৩ এর দ্বিতীয় ম্যাচে সারবিয়ার মুখোমুখি হবে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।