বৈশ্বিক উদ্ভাবন সূচকে বিজ্ঞান ও প্রযুক্তিতে ৩৮তম তেহরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২৪
বৈশ্বিক উদ্ভাবন সূচকে (জিআইআই) এই বছর তেহরানকে বিশ্বের ৩৮তম বৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তি (এসঅ্যান্ডটি) ক্লাস্টার হিসেবে স্থান দেওয়া হয়েছে। গত বছর এই সূচকে তেহরান ৩৫তম অবস্থানে ছিল।
মঙ্গলবার জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডাব্লিউআইপিও) প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়,বৈশ্বিক উদ্ভাবন সূচক বিশ্বের নেতৃস্থানীয় অর্থনীতির দেশগুলিকে উদ্ভাবনের সক্ষমতা অনুসারে র্যাঙ্ক দিয়ে থাকে।
শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে একটি সাধারণ যোগসূত্র হল সমৃদ্ধ বিজ্ঞান ও প্রযুক্তি (এসঅ্যান্ডটি) ক্লাস্টারগুলির উপস্থিতি৷ জিআইআই ২০১৬ সাল থেকে এই ধরনের ক্লাস্টার শনাক্তের জন্য একটি বটম-আপ পদ্ধতি ব্যবহার করছে। এই পদ্ধতিটি প্রশাসনিক বা রাজনৈতিক সীমানা উপেক্ষা করে এবং পরিবর্তে উদ্ভাবক এবং বৈজ্ঞানিক লেখকদের উচ্চ ঘনত্বের সাথে সেই ভৌগলিক অঞ্চলগুলিকে চিহ্নিত করে।
সূত্র: তেহরান টাইমস