সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পদক পেলেন ইরানি বিজ্ঞানী এনগেটা

পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০২৩ 

news-image

মর্যাদাপূর্ণ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইরানি বিজ্ঞানী এনগেটা এইচ. নেডউইল রামসে  বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বিশ্বের অন্যতম প্রাচীন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পুরস্কার। চলতি বছরেই এনগেটা এ পুরস্কারের জন্য মনোনীত হন।শুক্রবার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউট আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাকে এ পদক দেওয়া হয়।

বিজ্ঞানপ্রকৌশল ও বাণিজ্য বিষয়ে অসাধারণ নেতৃত্বে কৃতিত্বের জন্য এই বছর নয়জন বিশিষ্ট ব্যক্তিকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন পদক দেওয়া হয়।

ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ওয়েবসাইটে দেওয়া তথ্যমতেইঞ্জিনিয়ারিং এবং পদার্থবিদ্যায় অগ্রগতির জন্য এনগেটাকে পুরস্কৃত করা হয়। সূত্র: মেহর নিউজ।