বুসান উৎসবে প্রিমিয়ার হবে ইরানি ফিচার ফিল্ম ‘ফর রানা’র
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২৪
ইমান ইয়াজদি পরিচালিত ইরানি ফিচার ফিল্ম ‘ফর রানা’ এর বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দক্ষিণ কোরিয়ায় ২ থেকে ১১ অক্টোবর এই উৎসব অনুষ্ঠিত হবে।
ছবিটি এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগ ‘নিউ কারেন্টস’-এ দেখানো হবে। সুপরিচিত অভিনেতা হামেদ বেহদাদ এবং পান্তে পানাহিহা পারিবারিক নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। খবর বার্তা সংস্থা ইসনার
এই বছরের ‘নিউ কারেন্টস’ বিভাগে জাপান এবং দক্ষিণ কোরিয়ার দুটি করে চলচ্চিত্র দেখানো হবে। এছাড়া বাকি চলচ্চিত্রগুলো মিয়ানমার, কাজাখস্তান, চীন, হংকং, ইন্দোনেশিয়া এবং ইরান থেকে অংশ নেবে।
এসব ছবির মধ্যে নিউ কারেন্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হবে দুটি চলচ্চিত্র। সূত্র: তেহরান টাইমস