বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব বাজারে ইরানি হস্তশিল্পের চাহিদা বাড়ছে

পোস্ট হয়েছে: আগস্ট ২১, ২০২৪ 

news-image

বিশ্ব বাজারে একের পর এক স্বীকৃতি অর্জন করে চলেছে ইরানের হস্তশিল্প পণ্য৷ দেশটির হ্যান্ডিক্র্যাফ্ট বিশ্বের অনেক দেশে রপ্তানি করা হয়। আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়তই বেড়ে চলেছে নরজকাড়া ফারসি এই পণ্যের চাহিদা। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত একটি বিবৃতিতে, মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজারে ইরানের হস্তশিল্পের স্থির চাহিদা তুলে ধরে। চলতি ফারসি বছরের প্রথম তিন মাসে (যা ২০ মার্চ থেকে শুরু হয়) ওজনের দিক থেকে ইরানি হস্তশিল্পের শীর্ষস্থানীয় আমদানিকারক ছিল ইউক্রেন, থাইল্যান্ড, কেনিয়া, সিরিয়া এবং ইয়েমেন।

ইউক্রেন প্রায় ৪২ হাজার মার্কিন ডলার মূল্যের ইরানি হস্তশিল্প পণ্য আমদানি করে তালিকার শীর্ষে রয়েছে। এরপরে থাইল্যান্ড ৩৬ হাজার ৫শ মার্কিন ডলার, কেনিয়া ২৭ হাজার মার্কিন ডলার, সিরিয়া ১৯ হাজার ৫শ মার্কিন ডলার এবং ইয়েমেন প্রায় ১৪ হাজার মার্কিন ডলার মূল্যের হ্যান্ডিক্র্যাফ্ট আমদানি করে তালিকায় যথাক্রমে দ্বিতীয় থেকে ৫ম স্থানে রয়েছে।

তবে রপ্তানির মোট মূল্য বিবেচনায় অন্যান্য দেশগুলি আরও বেশি আর্থিক সম্পৃক্ততা দেখিয়েছে। রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, জাপান, তুর্কমেনিস্তান এবং তুরস্ক এই সময়ের মধ্যে ইরানের হস্তশিল্প সম্পর্কিত সর্বোচ্চ আর্থিক লেনদেন রেকর্ড করেছে।

হস্তশিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা ফারজাদ ওজানির দেওয়া তথ্যমতে, চলতি ইরানি বছরের প্রথম ত্রৈমাসিকে ইরানের হস্তশিল্প পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য ৫৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সূত্র: তেহরান টাইমস