বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় লড়বে ইরানি শিক্ষার্থীরা
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২৪
ফ্রান্সের লিওনে ১০ থেকে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ৪৭তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় মোট পাঁচজন ইরানি ছাত্র অংশ নেবে।ওয়ার্ল্ডস্কিলস লিয়ন ২০২৪-এ প্রতিদ্বন্দ্বিতাকারী সকল যুবক ইতিমধ্যেই নিজ নিজ দেশ এবং অঞ্চলে সেরা।
বিশ্বের ৭০টিরও বেশি দেশ এবং অঞ্চল থেকে প্রায় ১৪শ প্রতিযোগী বিভিন্ন দক্ষতায় প্রতিদ্বন্দ্বিতা করতে লিওনে জড়ো হবে।
বিশ্বস্কিল প্রতিযোগিতা, বিশ্বের বৃহত্তম দক্ষতা প্রতিযোগিতা। প্রতি দুই বছর অন্তর এটি অনুষ্ঠিত হয়।
ইভেন্টে ৫৯টি অফিসিয়াল দক্ষতা এবং ৩টি প্রদর্শনী দক্ষতা সহ ৬২টি দক্ষতা প্রতিযোগিতা রয়েছে।
মেহর বার্তা সংস্থা জানিয়েছে, শিক্ষার্থীরা ক্লাউড কম্পিউটিং, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েব টেকনোলজিস এবং আইটি সফ্টওয়্যার সলিউশন ফর বিজনেস-এ প্রতিযোগিতা করবে। সূত্র: তেহরান টাইমস