সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব টেবিল টেনিসে ইরানের দুই মেডেল

পোস্ট হয়েছে: মার্চ ৭, ২০২১ 

news-image

ইরানের নিমা আলামিয়ান ও নোশাদ আলামিয়ান বিশ্ব টেবিল টেনিস (ডাব্লিউটিটি) কনটেন্ডার সিরিজে দুটি ব্রোঞ্জপদক জিতেছেন।শুক্রবার ইভেন্টের সেমি-ফাইনালে তারা এই পদক জিতেন। কাতারের রাজধানী দোহার লুসাইল স্পোর্টস অ্যারেনাতে আন্তর্জাতিক টুর্নামেন্টটি চলছে।

ইরানের এই দুই খেলোয়াড় ফাইনাল ম্যাচে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন।তারা পুরুষদের ডাবল সেমি ফাইনালে আর্জেন্টিনার গ্যাস্টোন আলতো ও হোরাকিও সিফুয়েন্তানের কাছে পরাজিত হন।

আগামী ৮ থেকে ১৩ মার্চ ডাব্লিউটিটি পরবর্তী স্টার কনটেন্ডার ইভেন্ট অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।