রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে তৃতীয় ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২০ 

news-image

বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছে ইরানি দাবাড়ুরা। স্বাগতিক জর্জিয়ার আয়োজনে মঙ্গলবার (২২ ডিসেম্বর) অনলাইনে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।

মহাদেশীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রতিটি অঞ্চলের বিজয়ীরা নির্বাচিত হয়। এতে ইরানের জাতীয় দলের প্রধান কোচ মেহরদাদ আরদেশির নেতৃত্বে ৭ ইরানি জুনিয়র দাবা খেলোয়াড় অংশ নেয়। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের ১১৪টি দেশের মোট ১ হাজার ৩৮০ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করে।

ইরান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় স্থান অর্জন করে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও ভারত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।