সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব জুনিয়র ফ্রিস্টাইল কুস্তিতে রানার্সআপ ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২৭, ২০২৪ 

news-image

ইরানের জাতীয় জুনিয়র ফ্রিস্টাইল কুস্তি দল জর্ডানের আম্মানে অনুষ্ঠিত ২০২৪ অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছয়টি রঙিন পদক জিতে রানার্সআপ হয়েছে৷ইরানের জাতীয় জুনিয়র ফ্রিস্টাইল কুস্তি দল ক্রীড়া ইভেন্টটিতে ২টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদকসহ মোট ছয়টি পদক জিতেছে।

৭১ কেজি ক্যাটাগরিতে আবুলফজল শামসিপুর এবং ৮০ কেজি ক্যাটাগরিতে রেজা আফসার স্বর্ণপদক জিতেছেন।অন্যদের মধ্যে ইরানি কুস্তিগীর আমির-আব্বাস রামাজানি (৪৫ কেজি) এবং আমির-আব্বাস আলিজাদেহ (৪৮ কেজি) রৌপ্য পদক জিতেছেন। আমির-রেজা আলিপুর (৯২ কেজি) এবং আবোলফজল মোহাম্মদনেজাদ (১১০ কেজি) পেয়েছেন ব্রোঞ্জ পদক।

ইরানি দল ১৩২ পয়েন্ট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে রয়েছে। ১৫২ পয়েন্ট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে শীর্ষে। আর ১০৪ পয়েন্ট নিয়ে কিরগিজস্তান তৃতীয় স্থানে রয়েছে।

বিশ্ব জুনিয়র ফ্রিস্টাইল কুস্তি চ্যাম্পিয়নশিপ ২৩ থেকে ২৫ আগস্ট জর্ডানের আম্মানে অনুষ্ঠিত হয়।

সূত্র: মেহর নিউজ