সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব কুস্তিতে সোনা জিতেছেন ইরানের খোররামদেল

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৪ 

news-image

ইরানের ফ্রিস্টাইল কুস্তিগির আলি খোররামদেল স্পেনে চলমান ২০২৪ অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৬৫ কেজি বিভাগে সোনা জিতেছেন।শনিবার ফ্রিস্টাইল রেসলিং ফাইনালে খোররামদেল জাপানি প্রতিদ্বন্দ্বী মাকোতো হোসোকাওয়াকে ১০-২ পয়েন্টে হারিয়ে তিনি প্রথম স্থান দখল করেন।

তুরস্ক, আজারবাইজান প্রজাতন্ত্র এবং রাশিয়ার প্রতিযোগীদের পরাজিত করে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন ইরানি এই ক্রীড়াবিদ।

অন্যদিকে, ইরানের ফ্রিস্টাইল কুস্তিগির আলি করমপুর এবং মাহদি ইউসেফি পুরুষদের ৭০ কেজি এবং ৭৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন।

২০২৪ অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ২ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম স্পেনের পন্টেভেদ্রা শহরে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ