বিশ্ব আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ঝাণ্ডা বহন করছে ইরান: ইমাম খামেনেয়ী
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২৫
পার্সটুডে- ইউরোপে ইসলামী ছাত্রসংঘগুলোর ইউনিয়নের ৫৯তম বার্ষিক সম্মেলনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী একটি বার্তা পাঠিয়েছেন।
তিনি এই বার্তায় বলেছেন, ইসলামী ইরানের তরুণদের উদ্যম, সাহস ও আত্মত্যাগের ফলে এই অঞ্চলে আমেরিকা ও তার সহযোগীর ভয়াবহ হামলা ব্যর্থ হয়েছে। কলুষিত বলদর্পীদের অস্থিরতার মূল কারণ পরমাণু ইস্যু নয়, বরং অন্যায্য ও আধিপত্যবাদী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে ইসলামী ইরানের পক্ষ থেকে ন্যায়ের পতাকা উত্তোলন এবং ন্যায়ভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক ইসলামী ব্যবস্থার দিকে অগ্রযাত্রা।
ইরানের সর্বোচ্চ নেতার বার্তাটি এখানে তুলে ধরা হলো:
বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় তরুণেরা!
এ বছর তোমাদের দেশ ঈমান, ঐক্য ও আত্মবিশ্বাসের কল্যাণে বিশ্বে নতুন সম্মান ও মহিমা অর্জন করেছে। এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনী এবং তার লজ্জাদায়ক উপাঙ্গের ভয়াবহ আক্রমণ ইসলামী ইরানের তরুণদের উদ্যম, সাহস ও আত্মত্যাগের কাছে পরাজিত হয়েছে। এটি প্রমাণিত হয়েছে যে, ইরানি জাতি নিজেদের সক্ষমতার ওপর নির্ভর করে ঈমান ও সৎকর্মের ছায়াতলে থেকে কলুষিত ও জালিম আধিপত্যবাদীদের মোকাবিলায় দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে পারে এবং ইসলামী মূল্যবোধের দাওয়াত আগের যেকোনো সময়ের চেয়ে আরও উচ্চকণ্ঠে বিশ্বের কাছে পৌঁছে দিতে সক্ষম।
আমাদের কয়েকজন বিজ্ঞানী, সামরিক কমান্ডার এবং প্রিয় জনগণের মধ্য থেকে কিছু মানুষের শাহাদাতে সৃষ্ট গভীর দুঃখ-বেদনা দৃঢ়সংকল্পবদ্ধ ইরানি তরুণদের থামিয়ে দিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। সেই শহীদদের পরিবারগুলো নিজেরাই এই আন্দোলনের অগ্রদূতদের অন্তর্ভুক্ত।
মূল বিষয়টা পরমাণু বা এ ধরনের ইস্যু নয়। মূল বিষয় হলো বর্তমান বিশ্বের অন্যায় ও আধিপত্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং একটি ন্যায্য জাতীয় ও আন্তর্জাতিক ইসলামী ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া। এটাই মূল বিষয়, যেটার পতাকা ইসলামী ইরান উত্তোলন করেছে এবং সেটাই কলুষিত ও জালিম শক্তিগুলোকে বিচলিত করে তুলেছে।
তোমরা ছাত্ররা—বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করছ- তাদের ওপর এই মহান দায়িত্বের একটি অংশ বর্তায়। তোমাদের হৃদয় আল্লাহর হাতে সমর্পণ করো, নিজেদের সক্ষমতাগুলো চিহ্নিত করো এবং ছাত্রসংগঠনগুলোকে এই লক্ষ্য পথেই পরিচালিত করো। আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এবং ইনশাআল্লাহ পূর্ণ বিজয় তোমাদের অপেক্ষায় রয়েছে।#
পার্স টুডে